ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাঁচামালের আড়ালে হেরোইন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৩১ মার্চ ২০২১  
কাঁচামালের আড়ালে হেরোইন

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ালে লুকিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (৩১ মার্চ) দুপুরে র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বুধবার (৩০ মার্চ) রাতে কারওয়ান বাজারে এ জে টাওয়ারের সামনে পাকা রাস্তার উপরে বিশেষ চেকপোষ্ট বসানো হয়।  এ সময় সন্দেহ হওয়ায় নীল রংয়ের পিকআপকে থামার জন্য সংকেত দেওয়া হয়।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি না থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে।  পরে মো. শরিফুল ইসলাম ও মো. আরিফুল ইসলামকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের কথা করলে গাড়ির চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ লাখ টাকা মূল্যের ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। 

র‌্যাব কর্মকর্তারা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে পিকআপ এর মাধ্যমে বিভিন্ন কাচামাল পরিবহনের আড়ালে হেরোইন বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে সরবরাহ করে আসছিল। 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়