ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে থানায় ‘আক্রমণ’ স্থানীয়দের, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩২, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৫৯, ৬ এপ্রিল ২০২১
ফরিদপুরে থানায় ‘আক্রমণ’ স্থানীয়দের, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা থানায় স্থানীয়রা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। এঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

ওসি জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে সালথা থানাধীন ফুকরা এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপরে হামলা চালায়। একইসঙ্গে হামলা চালায় এসিল্যান্ড অফিস ও সালথা থানায়ও। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে।

ওসি আরও জানান, প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। তারা থানায় আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তবে, হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

মাকসুদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়