ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পরীমনির ক্যারিয়ার শেষ করে দেবেন না: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ১৭:২২, ১৯ আগস্ট ২০২১
পরীমনির ক্যারিয়ার শেষ করে দেবেন না: আইনজীবী

মাদক মামলায় অভিনেত্রী পরীমনির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে বনানী থানার মাদক মামলার রিমান্ড শুনানিতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘পরীমনি একজন নায়িকা। একজন চলচ্চিত্র নায়িকা অনেক কষ্ট করে সে তার ক্যারিয়ার তৈরি করে। তাকে (পরীমনি) এভাবে বার বার রিমান্ডে নিয়ে তার মানসিক শক্তি শেষ করে দেওয়া হচ্ছে। এভাবে রিমান্ড দিয়ে তার ক্যারিয়ার শেষ করে দেবেন না।

গত ১৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পরীমনির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘পরীমনির কাছ থেকে বিদেশি মদ, এলএসডি, মাদক আইস পাওয়া গেছে। সিআইডি তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক। তার রিমান্ড মঞ্জুর করা হোক।’

এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা আদালতকে বলেন, ‘আসামিকে এর আগে দুই দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেসব তথ্যসূত্র বিভ্রান্ত তৈরি করছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে কারা মাদক ব্যবসায়ী, কারা এসব আমদানি করে তাদের বিষয়ে জানা প্রয়োজন।’

পরীমনির পক্ষে অ্যাডভোকেট মজিবুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘এটি মাদক মামলা। এর আগে তাকে দুই দফা রিমান্ডে নিয়ে কী জিজ্ঞাসাবাদ করা হলো? সে কি সন্ত্রাসী বাহিনীর ক্যাডার না কি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য? যে ধারায় মামলা এতে তার সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। তারপরও কেন বারবার তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি করাতে পারেনি। আবার রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করাবে।’

তিনি বলেন, ‘তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো তাতে সারাবিশ্ব জানতে পারলো, আন্তর্জাতিক কোনো চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার একটাও সত্য নয়।’

মজিবুর রহমান বলেন, ‘সে একজন চলচ্চিত্র নায়িকা, ১০ টি ছবিতে তার চুক্তি রয়েছে। কারাগারে থাকায় এইসব ছবির শুটিং করা যাচ্ছে না। সহ-শিল্পী, কলাকুশলী, বিনিয়োগকারী সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।’

বিচারককে উদ্দেশ‌্য করে তিনি বলেন, ‘আপনি জানেন অগ্নিযুগের বিপ্লবী ও নারীদের আইকন প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকায় তার অভিনয় করার কথা। সরকারি অনুদানের ছবি এটা, তাকে জামিনে মুক্তি না দিলে এই ছবির শুটিং করা যাচ্ছে না। পরীমনি পরিচিত মুখ। তাকে সবাই চেনে। জামিন পেলে তিনি পালাবেন না। যেকোনো শর্তে আমরা তার জামিন চাই। দয়া করে রিমান্ড বাতিল করে তাকে জামিন দিন।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তার এক দিনের রিমান্ডের আদেশ দেন। আগামী তিন দিনের মধ্যে এই রিমান্ড আদেশ কার্যকরের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: পরীমনি আবারও রিমান্ডে

আদালতে পরীমনি, রিমান্ড শুনানি দুপুরে

পরীমনির জামিন আবেদন, শুনানি ১৮ আগস্ট

পরীমনিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ

সাধারণ হাজতির মতো থাকবেন চিত্রনায়িকা পরীমনি 

জামিন নামঞ্জুর, কারাগারে পরীমনি

রিমান্ড শেষে আদালতে পরীমনি

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়