ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে অভিযোগে প্রদীপ-লিয়াকতের ফাঁসি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:২১, ৩১ জানুয়ারি ২০২২
যে অভিযোগে প্রদীপ-লিয়াকতের ফাঁসি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত‌্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে এপিবিএন’র তিন সদস্যসহ ৭ জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬ জনকে। 

সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে অভিযোগপত্রের বরাত দিয়ে আদালত বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে সরাসরি হত‌্যাকাণ্ডে অংশগ্রহণ করেন লিয়াকত আলী।

অন‌্যদিকে, তদন্ত প্রতিবেদনে প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সিনহাকে হত‌্যার ষড়যন্ত্র, পরিকল্পনা, প্ররোচনা ও জড়িত থাকার অভিযোগ আনা হয়। এছাড়া হত‌্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিয়ে ভিন্ন খাতে নেয়ার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। 

আরও পড়ুন: সিনহা হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত, আদালতের পর্যবেক্ষণ


 

ঢাকা/তারেকুর/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়