ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র মামলায় যুবকের ২৬ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
অস্ত্র মামলায় যুবকের ২৬ বছর কারাদণ্ড

প্রায় ৯ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় রাকিবুল নামে এক যুবককে পৃথক দুই ধারায় ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এ রায় দেন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ১৬ বছর এবং গুলি উদ্ধারের ঘটনায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন আদালত।

রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড়চাক দৌলতপুরের আব্দুল আহাদের ছেলে। তিনি পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কাজী মো. জামান ও আ. হাকিম নামে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। সংশ্লিষ্ট আদালতের স্ট্রেনোগ্রাফার রুহুল আমিন এসব তথ্য জানান।

জানা যায়, ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী টু যাত্রাবাড়ী গামী যাত্রীবাহী বাসে মতিঝিলের শাপলা চত্ত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় রাকিবুলের কাছ থেকে চারটি পিস্তল, ৮ টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সাব-ইন্সপেক্টর শ্রী সবিন চন্দ্র মাহাতো ২৮ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সাব-ইন্সপেক্টর শেখ মো. মনিরুজ্জামান। ২০১৫ সালের ১৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/মামুন/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়