ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

তৃষ্ণার্ত মানুষের পাশে পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২২ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৪৭, ২২ এপ্রিল ২০২৪

তীব্র গরমে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোন। রোববার (২১  এপ্রিল) দুপুরে ফকিরাপুল কাঁচাবাজার সংলগ্ন এলাকা থেকে তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ শুরু করেছে পুলিশ।  

যতদিন তাপদাহ থাকবে ততদিন এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মতিঝিলের  উপ-পুলিশ কমিশনার ( ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গত কয়েকদিন রাজধানী ঢাকা শহরসহ সারাদেশে যেভাবে তাপদাহ প্রবাহিত হচ্ছে তাতে করে ঘর থেকে বের হওয়া মানুষের বিশেষ করে পথচারীদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তৃষ্ণার্ত মানুষের অষ্টাদহ হচ্ছে। এসব কারণ বিবেচনায় মানবিক পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে আমরা যতদিন এই তাপদাহ অব্যাহত থাকবে ততদিন মতিঝিল, দিলকুশা, গুলিস্তানসহ আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হবে। এসব স্থান ছাড়াও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমেও এ কার্যক্রম প্রতিদিন অব্যাহত আছে।

এ সময় মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের অংশ হিসেবে সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে দিলকুশা, আরামবাগ ও আশপাশের এলাকায় এ কার্যক্রম শুরু করে পুলিশ। অনেক তৃষ্ণার্ত মানুষ পানি ও স্যালাইন পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ