ঢাকা     রোববার   ২০ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ৫ ১৪৩২

সেতু ভবনে হামলা: রিজভী-পরওয়ারসহ ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১ আগস্ট ২০২৪  
সেতু ভবনে হামলা: রিজভী-পরওয়ারসহ ৬ জন রিমান্ডে

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৬ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এমএ সালাম।

এর আগে আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।

এ দিন আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদীন মেজবাহ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। 

এর আগে গত ২৮ জুলাই কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৮ জনের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। তবে আজকে নুরুল হক নুর ও মাহমুদুস সালেহিন বাদে অন্য আসামিদের বনানী থানার মামলায় এই রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন।

মামুন/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়