ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৮ আগস্ট ২০২৪  
অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। সুবিধাজনক উপায়ে সীমিত আকারে সরাসরি/ভার্চুয়ালি চলবে এ কার্যক্রম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

/মামুন/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়