ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামপুরায় ছুরিকাঘাতে লেগুনাচালক নিহত

প্রকাশিত: ১০:১৭, ৩০ অক্টোবর ২০২৪  
রামপুরায় ছুরিকাঘাতে লেগুনাচালক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজে ছুরিকাঘাতে মো. হাসান হাওলাদার (২২) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নূরে আলম (২৩) নামে লেগুনাচালকের সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে তাদের ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

হাসান হাওলাদারের চাচা আমির হোসেন বলেন, হাসান রাতে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফিরছিলো। পথে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী ইমনসহ ৩-৪ জন পথরোধ করে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও পিঠে আঘাত করে। গাড়ির হেলপার নুরুল আলম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। 

হাসান হাওলাদারের বাড়ি পিরোজপুর সদরে। তার বাবার নাম  আব্দুল মালেক। হাতিরঝিল কুঞ্জবন এলাকায় মা-বাবার সঙ্গে তিনি থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইননচার্জ মো. ফারুক বলেন, রামপুরায় ছুরিকাঘাতে নিহত হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়