ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনজীরের ‘ক্যাশিয়ার’ জসিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৯, ৪ ডিসেম্বর ২০২৪
বেনজীরের ‘ক্যাশিয়ার’ জসিম কারাগারে

রাজধানীর বাড্ডা থানা এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় জসিম উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। জসিম পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জসিম উদ্দিন আহমেদকে কারাগারে পাঠাোর আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. রাসেল পারভেজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

জসিম উদ্দিন আহমেদের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে জসিম উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বুধবার রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে হোটেল লা-মেরিডিয়ানের পাশের রাস্তা থেকে জসিম উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই মো. দুর্জয় আহম্মেদ (২৮) গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন দুর্জয় আহম্মেদ। মামলার এজাহার নামীয় ২১ নম্বর আসামি জসিম উদ্দিন আহমেদ।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়