ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থী হত্যা: সাবেক এমপি নদভী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪  
শিক্ষার্থী হত্যা: সাবেক এমপি নদভী রিমান্ডে

আদালতে নেওয়ার পথে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী

রাজধানীর আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর এক দিনের রিমান্ডের আদেশ দেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৮ জুলাই আজিমপুর সরকারি আবাসিক এলাকায় খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়