বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাসার গ্রেপ্তার
গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসার
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন খান এ তথ্য জানান।
জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বাইরে অবৈধভাবে অর্থ স্থানান্তর, ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে প্রতারণা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ রয়েছে।
সিআইডি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ঢাকা/এমআর/ইভা