ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২ সেপ্টেম্বর ২০২৫  
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আবেদন করেছিল, আগামীকাল (বুধবার) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তার শুনানি হবে।

আর হাইকোর্টের আদেশের ওপর চেম্বার জজ আদালত যে স্থগিতাদেশ দিয়েছেন তা চলমান থাকবে।

আরো পড়ুন:

সোমবার বিকেল সাড়ে তিনটায় এক রিটের শুনানি নিয়ে নির্বাচন স্থগিত করেছিল হাইকোর্ট। ওই আদেশের আধা ঘণ্টার মধ্যেই আপিল বিভাগের চেম্বার জজ আদালত তা স্থগিত করে দেয়।

ডাকসু তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২জন। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে মোট এক হাজার ৩৫জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: বিবিসি

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়