রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
ফাইল ফটো
রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৩ নেতাকর্মকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকা লকডাউনের কর্মসূচি সফল করতে জড়ো হয়েছিল। একইসঙ্গে তাদের নাশকতা করার পরিকল্পনা ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এমআর/মেহেদী