ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৫, ১৬ নভেম্বর ২০২৫
অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিন পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপ-সচিব আবু সাঈদ।

আরো পড়ুন:

একজন অতিরিক্ত আইজি, তিন ডিআইজি, ১১ অতিরিক্ত ডিআইজি এবং ১৬ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পুনর্বিন্যাস করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে কর্মরত মো. ফজলুল করিমকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল ইসলাম গনিকে হাইওয়ে পুলিশে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের এসপি মো. আব্দুল জলিলকে পিবিআইয়ে, পাবনার এসপি মো. মোরতোজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামারীর এসপি আবুল ফজল মোহাম্মদ তারিক হোসেন খানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়