ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈশাখী পোশাকে প্রাধান্য পেয়েছে সূচিশিল্প

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:০৯, ১৩ এপ্রিল ২০২৫
বৈশাখী পোশাকে প্রাধান্য পেয়েছে সূচিশিল্প

রীতা মন্ডল

বরাবরের মতো এবারও বৈশাখে শাড়ি, ফতুয়া,পাঞ্জাবি, বেবি ড্রেসের চাহিদা বেশি রয়েছে। এই গরমে আরামকে প্রাধান্য দিয়ে তাঁত ফেব্রিকস ও ভয়েল কাপড়কে প্রাধান্য দিয়েছে ছোট বড় ফ্যাশন হাউসগুলো। সূচিশিল্পকে এগিয়ে রেখেছেন অনেক উদ্যোক্তা। অনলাইন এবং অফলাইন ভিত্তিক উদ্যোগ আদ্রিল’স কালেকশন্স। এই ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী রীতা মন্ডল রাইজিংবিডিকে বলেন, সূচিশিল্পের চাহিদা বেড়েছে। নানা রঙের পোশাকে সূচিশিল্প ফুটিয়ে তুলেছে আদ্রিল’স কালেকশন্স।

আরো পড়ুন:

সূচিশিল্পের পোশাকে ঐতিহ্য ফুটে ওঠে। প্রাধান্য পায় বাংলার চিরচেনা মোটিফ। দক্ষ হাতে এই মোটিফ পোশাকের জমিনে ফুটিয়ে তোলেন সূচিশিল্পীরা। এই কাজ বেশ সময় সাপেক্ষ। ফলে সূচিশিল্পের পোশাকের দরদামও একটু বেশিই রাখা হয়। 

রিতা মন্ডল জানান, সূচিশিল্পের একটি শাড়ির দাম শুরু হয় ৪,৭০০টাকা থেকে। ১০,০০০টাকা পর্যন্তও হয়ে থাকে এক একটি শাড়ির দাম। তবে অন্য পোশাকের দাম তুলনামূলক কম।

পহেলা বৈশাখের দিন এই উদ্যোক্তা সুতি জমিনে সূচিশিল্পের শাড়ি পরবেন বলে জানান।
 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়