ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২২  
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবুর উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে মো. নূরনবীকে (সৌদিপ্রবাসী) সভাপতি ও দিদারুল ইসলাম দিদারকে (আবুধাবিপ্রবাসী) সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

এ ছাড়া বশির খন্দকার (সৌদিপ্রবাসী) সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ বিপুল (ইতালিপ্রবাসী) যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পরে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের কাছে পূর্ণাঙ্গ কমিটির কপি তুলে দেওয়া হয়। এসময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মো. শামসুদ্দোহা প্রিন্স। 

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়