ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:১২, ২ অক্টোবর ২০২২
বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও সার্ভিস

বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি, চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।

বিবিসি কর্তৃপক্ষ বলেছে, উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তারা।

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ভাষার পরিষেবা পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। এগুলোর মধ্যে কয়েকটি অনলাইনে কার্যক্রম চালাবে।

উল্লেখ্য, ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের। পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে।

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়