ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৩ ডিসেম্বর ২০২৫  
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টিআরসি’র আত্মপ্রকাশ

ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়ে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি) নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সম্প্রতি সাভারে আলোচনা ও সমন্বয় সভা শেষে চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অপু ওহাবকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাংলাভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানী, এখন টেলিভিশনের সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, একুশে টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির এবং আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ।

কমিটির সদস্যরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্যপ্রবাহ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই ‘টিআরসি’ যাত্রা শুরু করেছে।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ‘টিআরসি’ সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সঙ্গত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/সাব্বির 

সর্বশেষ

পাঠকপ্রিয়