ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে দাগের বাইরে গেলে মামলা নিশ্চিত

ইকবাল আব্দুল্লাহ রাজ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:১৮, ১৯ জানুয়ারি ২০২৪
যে দাগের বাইরে গেলে মামলা নিশ্চিত

যারা বাইক অথবা গাড়ি চালাই তারা অনেকেই রাস্তার সাদা বা হলুদ দাগগুলোর অর্থ বুঝিনা। অথচ এগুলো জানা খুব জরুরি। আসুন, সড়কে থাকা এই দাগগুলোর অর্থ জেনে নেই-

আরো পড়ুন:

⚠️ ছবি (১) যদি রাস্তায় সলিড লাইন বা একটানা দাগ দেখেন তাহলে বুঝবেন এটা Two Way Road. মানে উভয় দিক থেকে যানবাহন চলছে তাই এই দাগ দেওয়া রাস্তায় ওভারটেক করা ঝুঁকিপূর্ণ। এই রকম রাস্তায় ওভারটেক না করে একক লেনে চলতে হবে। তবে সামনে ছোট আকারের যানবাহন থাকলে নিজের লেনের ভিতর থেকে সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন।

✅ ছবি (২) যদি ডটেড লাইন বা দাগের মাঝে মাঝে কাটা থাকে তাহলে বুঝবেন এই রাস্তায় দেখেশুনে ওভারটেক করা যাবে। অর্থাৎ ওভারটেক অনুমোদিত।

? ছবি (৩) যদি রাস্তায় ডাবল সলিড লাইন টানা থাকে তাহলে ভুলেও ওভারটেকের চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। এই ডাবল লাইন টানা রাস্তায় যদি আপনি দাগের বাইরে গিয়ে বাইক বা গাড়ি চালান আর সেটা যদি ট্রাফিক সার্জেন্টের চোখে পড়ে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। 

আরো অনেক রোড মার্ক আছে যেগুলোর অর্থ না জেনে গাড়ি চালালে ঘটতে পারে ভয়াবহ বিপদ। সেগুলো নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করব।

পোস্টটি শেয়ার করে বন্ধুদের সচেতনতা বাড়াতে পারেন। হ্যাপি রাইডিং। 

লেখক:  Admin, Bike Doctor BD

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়