আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামির অবস্থান শনাক্ত হয়নি
সংসদ প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড এলার্ট জারি করার পর সাড়ে ৭ বছর পেরিয়ে গেলেও আসামির অবস্থান এখনো সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত জাহিদ আহসান রাসেলের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে একথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যসূচি শুরু হয়।
মন্ত্রী বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ১৯ জুলাই গাজীপুর পুলিশ সুপারের আবেদনের প্রেক্ষিতে এনসিবি-ঢাকা এর অনুরোধে ইন্টারপোল সদর দপ্তর হতে ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নুরুল ইসলাম দিপুর বিরুদ্ধে রেড নোটিশ (কন্ট্রোল নং-৩২২৬/৯-২০০৯) এবং সৈয়দ আহাম্মদ মজনুর বিরুদ্ধে রেড নোটিশ (কন্ট্রোল নং ৩২২৪/৯-২০০৯) জারি করা হয়। রেড নোটিশ দুটি ইন্টারপোল ১-২৪/৭ নেটওয়ার্ক এবং পাবলিক ওয়েব সাইটে বিশ্বব্যাপী আসামিদ্বয়ের সনাক্তকরণ ও গ্রেফতারের বিষয়ে প্রকাশিত হয়েছে। রেড নোটিশধারীদের অবস্থান সনাক্ত করার লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। তাদের অবস্থান সনাক্ত হওয়া মাত্র দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় এ যাবৎ ২০ লাখের বেশি পরিবারের পরিচিতিমূলক তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ১১ লাখ ৬১ হাজার ৮০২টি পরিবারের পরিচিতিমূলক তথ্য কম্পিউটার ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে। এই প্রক্রিয়া চলমান রয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/নৃপেন/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম