মঙ্গলবার মধ্যরাত থেকে পূর্ব রাজাবাজার লকডাউন
রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান।
মঙ্গলবার (০৯ জুন) দিনগত মধ্যরাত ১২টার পর থেকে ওই এলাকা লকডাউন করে দেওয়া হবে।
সোমবার (০৮ জুন) বিকেলে ফরিদুর রহমান খান বলেন, ‘পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করার নির্দেশনা এসেছে। আগামীকাল রাত ১২টা থেকে এটি কার্যকর হবে। এ সময়ের মধ্যে কারো বাইরে কাজ থাকলে শেষ করার জন্য বলা হয়েছে। ’
ঢাকা/নূর/জেডআর
রাইজিংবিডি.কম