ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

করোনা সংক্রান্ত তথ্য-সেবাকেন্দ্র চালু করলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সংক্রান্ত তথ্য-সেবাকেন্দ্র চালু করলো ডিএনসিসি

করোনা সংক্রান্ত তথ্য ও পরামর্শ সেবাকেন্দ্র চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  এর মাধ‌্যমে করপোরেশন এলাকার নগরবাসী ফোনে তথ্য ও পরামর্শ সেবা নিতে পারবেন।

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ডিএনসিসির পাঁচটি অঞ্চলে এ সেবা চালু করা হয়েছে।

অঞ্চলগুলো হলো- মগবাজার (৮৮০২-৯৩৫৫২৭৭), মোহাম্মদপুর (০১৩১১-৯৪৬৪৩২), মাজার রোড (মিরপুর, ০১৩০১-৫৯৬৮৩৯),  পল্লবী ও মিরপুর (০১৭৭০-৭২২১৯৪) এবং উত্তরা  (০১৩১৪-৭৬৬৫৪৫)।


ঢাকা/নূর/জেডআর   
    
    

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়