ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

সাহারা খাতুনের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাহারা খাতুনের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক 

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুনের মৃত্যু হয়।

এক শোক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাহারা খাতুনের মতো একজন ত্যাগী রাজনীতিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো বলে তিনি এ সময় মন্তব্য করেন।

শোক বার্তায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং আওয়ামীলীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব সাহায্য-সহযোগিতা করেছেন।

অর্থমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ ও সৎ নারী নেত্রীকে হারালো।

বাণিজ্যমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সাহারা খাতুন সারা জীবন ছিলেন সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিককে হারালো।

পররাষ্ট্রমন্ত্রী মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সাহারা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, সাহারা খাতুন আমৃত্যু সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।

গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

সাহারা খাতুনকে কল্যাণমূলক রাজনীতির অগ্রদূত আখ্যায়িত করে  প্রতিমন্ত্রী বলেন, তিনি জাতির পিতার নির্দেশিত পথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই'র সভাপতি শেখ ফজলে ফাহিম।

এফবিসিসিআই সভাপতি বলেন, তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে হারিয়ে আমরা শোকাহত। 

শেখ ফজলে ফাহিম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসনাত/মাকসুদ/হাসান/মিথুন/শাহ আলম/আমিুনল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়