ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধনী-গরিব সব দেশ যেন করোনার ভ‌্যাকসিন পায়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২৩:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২০
ধনী-গরিব সব দেশ যেন করোনার ভ‌্যাকসিন পায়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি)

ধনী-গরিব সব রাষ্ট্রই যেন করোনার ভ্যাকসিন পেতে পারে, সেজন্য উন্নত দেশ ও বহুজাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ বন লিনডে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অসিস বেনেটিজ সালাস ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকতার সেভেন্ডসেনের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুইডেন, স্পেন ও নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। 

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববাসী সম্ভাব্য স্বল্পতম সময়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারির হাত থেকে রক্ষা পাবে।  

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

ঢাকা/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়