ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ক‌রোনার ভ‌্যাকসিন পেতে পুরোদমে কাজ চলছে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ অক্টোবর ২০২০  
‘ক‌রোনার ভ‌্যাকসিন পেতে পুরোদমে কাজ চলছে’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)

করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ পুরোদমে কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের বিষয়ে অবহিত করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা সভায় অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটাও পর্যালোচনা করা হয়েছে, কোথা থেকে ভ্যাকসিন পেতে পারি। এ নিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে পুরোদমে কাজ চলছে।‘

চীনের ভ্যাকসিনের ট্রায়াল আটকে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আটকে নেই। আমরা তো তাদের অনুমোদন দিয়েছি। তাদের ফান্ডিংয়ে শর্টেজ আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি ডেট বলতে পারব না। তবে সেটা খুব ভালোভাবে এগোচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি বিভিন্ন বিষয়ে কাজ মনিটর করেছে এবং চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কারিগরি কমিটি টেকনিক্যাল কার্যক্রম মনিটর করছে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়