ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বনের জমি দখলকারীদের তালিকা প্রকাশের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:২৪, ৩০ নভেম্বর ২০২০
বনের জমি দখলকারীদের তালিকা প্রকাশের সুপারিশ

বন বিভাগের জমি দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে এ তালিকা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও মো. শাহীন চাকলাদার। এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জরুরি ভিত্তিতে বন বিভাগের জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি বন বিভাগের সব জমির রেকর্ড ডিজিটালাইজ করার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদ রক্ষায় পদক্ষেপ নিতে এবং এর ফলাফল কমিটিকে জানাতে বলা হয়েছে। 

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ