ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চার মাসে সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ১ ডিসেম্বর ২০২০  
চার মাসে সাঁতার শিখে বাংলা চ্যানেল পাড়ি

চার মাসে সাঁতার শিখে কক্সবাজারে টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিলেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (এবিসি) কমিশনার মিশু বিশ্বাস।

সোমবার (৩০ নভেম্বর) তিনি বাংলা চ্যানেলে সাঁতার কেটে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেন। 

সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মিশু বিশ্বাস রমনা বিভাগে কর্মরত আছেন।  তিনি সকাল ৯টা ২৫ মিনিটে তিনি শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করেন।  দীর্ঘ ১৬ কিলোমিটার সাঁতরিয়ে বিকাল ৩টা ৪৮ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান।  চ্যানেলটি পাড়ি দিতে ৬ ঘন্টা সময় লাগে। 

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে তিনি এই চ্যানেল পাড়ি দিলেন। 

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুলিশের এ কর্মকর্তা রাইজিংবিডিকে বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না।  কিন্তু এই চার মাসে সাঁতার শিখে এত বড় চ্যানেল পাড়ি দেওয়া সত্যিই খুবই দুরূহ ব্যাপার।  এ কাজ আগামীতে আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে। একই সঙ্গে ২০২১ সালে মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণে আমাকে আরো উজ্জীবিত করলো।

ঢাকা/মাকসুদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়