ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:৪৫, ২২ ডিসেম্বর ২০২০
‘উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্রে নেমেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি’

আমির হোসেন আমু (ফাইল ছবি)

দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্রে নেমেছে মন্তব্য করে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘ষড়যন্ত্র করে যারা মুক্তিযুদ্ধে বাঙালির  বিজয়কে ঠেকাতে পারেনি তারাই বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশে ফিরে পিতার স্বপ্ন পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন থেকেই স্বাধীনতাবিরোধী অপশক্তির মূল টার্গেটে পরিণত হন তিনি। মহান স্রষ্টার অশেষ রহমতে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা আজ শুধু বাঙালির আশা-আকাঙ্খার প্রতীক নয়, বিশ্বনন্দিত মানবিক নেত্রী।’

স্বাধীনতা বিরোধী অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ ও প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জাতীয় পার্টি জেপি'র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধা।

ঢাকা/পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়