ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সপ্তাহজুড়ে থাকবে শীত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২১
সপ্তাহজুড়ে থাকবে শীত

চলছে মাঘ মাস৷ ঢাকাসহ সারা দেশে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ থাকায় শীতে কাঁপছে দেশ। আর এই শীতের দাপট সপ্তাহ জুড়ে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার (১ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, দেশের বিভিন্ন জায়গায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। যার ফলে নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা, সীতাকুণ্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চলের অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

শাহীনুর রহমান আরও জানান, আজ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। হিমেল হাওয়ায় শীতের অনুভূতি বেশি হবে।

আবহাওয়া অফিস জানায়, আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস আরও জানায়, আগামীকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও শীতের দাপট এ সপ্তাহ জুড়ে চলবে।

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়