ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ মে ২০২১  
এবারও চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

ম‌্যাংগো স্পেশাল ট্রেন (ফাইল ফটো)

দেশের বিভিন্ন স্থান থেকে আম পরিবহনের জন্য গত বছরের মতো এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রোববার (২৩ মে) দুপুরে রেল ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ‌্য জানান তিনি।

কৃষিপণ্য পরিবহনের জন্য লকডাউনের মধ্যেও চার জোড়া পার্সেল ট্রেন চলাচল করছে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

এদিকে, আগামীকাল সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে ২৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গত বছরের ২৪ মার্চ সরকার অফিস-আদালত বন্ধের ঘোষণা দেয়। এরপর ২৬ মার্চ থেকে সড়ক ও রেল যোগাযোগও বন্ধের সিদ্ধান্ত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরে ৩ জুন আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। এরপর ধাপে ধাপে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সর্বশেষ গত ৩ এপ্রিল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে সরকার।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়