ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৯ জুলাই ২০২১   আপডেট: ১৯:৪৬, ৯ জুলাই ২০২১
ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ৫২ জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, মরদেহগুলোর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।  সেখানে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে।

জানা গেছে, নিহত ৫২ জন দগ্ধ হয়ে কারখানার ৪ তলায় মারা যান। মরদেহগুলো একেকটি প্লাস্টিক মোড়কে রেখে তা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, কারখানার চতুর্থ তলায় মরদেহগুলো তল্লাশি করে পাওয়া গেছে। 

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই)  বিকেলে নারায়ণগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে  বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দাহ্য  পদার্থ  থাকায় আগুন দীর্ঘক্ষণ জলে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে।  কারখানার গেট বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারছিল না বলে স্বজনরা অভিযোগ করছেন।

/মাকসুদ/এসবি/

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়