ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

দেশে ফিরেছে ভারতে অবতরণ করা সেই বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৮, ২৮ আগস্ট ২০২১  
দেশে ফিরেছে ভারতে অবতরণ করা সেই বিমান

পাইলট অসুস্থ হওয়ায় ওমানের মাস্কাট থেকে ঢাকায় আসার পথে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইটটি অবশেষে দেশে ফিরেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার শুক্রবার (২৭ আগস্ট) রাতে জানিয়েছেন, ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণকৃত মাস্কাট-ঢাকা রুটের বিমানের শিডিউল ফ্লাইট বিজি ০২২ টি ১২৪ জন যাত্রী নিয়ে ২৭ আগস্ট বাংলাদেশ সময় ১০টা ৫০ মিনিটে  ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে আট সদস্যের একটি উদ্ধারকারী দল নাগপুরে যায়।

মাস্কাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলটের হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থবোধ করেন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর বিমানবন্দরে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে।

হাসান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ