ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যে সব জেলায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩১ জানুয়ারি ২০২২  
যে সব জেলায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ

দেশের ওপর দিয়ে আরো কিছুদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এতথ্য জানান।

শাহীনুল ইসলাম জানান, সীতাকুণ্ডসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।

তিনি আরো জানান, সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টা পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/ হাসিবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়