ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৮:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২২
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা সাগর-রুনি হত্যার বিচার দাবিতে স্মারকলিপি দিতে গেলে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন। র‌্যাব এটা নিয়ে কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আশা করি, খুব দ্রুত কী ঘটেছিল, কে কে দায়ী ছিল, এগুলো আমরা বের করতে পারব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমি দ্রুত গিয়েছিলাম। আমিও মনে করি, যথেষ্ট দেরি হয়েছে। আমি চেষ্টা করব যাতে অবিলম্বে এটার একটা ব্যবস্থা নিতে পারি।'

রোববার দুপুরে ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন—ডিআরইউর যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্রাব) সাধারণ সম্পাদক মো. আসাদুজজামান বিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ডিআরইউর সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, কার্যনির্বাহী কমিটির সদস্য সদস্য সুশান্ত সাহা প্রমুখ।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়