ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

মেডিক্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ৫ জুন ২০২২   আপডেট: ১২:৩১, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অনেকে। দগ্ধ তিন জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

রোববার (৫ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত দগ্ধ তিন জনকে এ হাসপাতালে আনা হয়। 

আরো পড়ুন:

দগ্ধ এই তিন জন হলেন, খালেদুর রহমান (৫৮), এ কে এম মাকফারুল (৬৫), এসআই কামরুল হাসান (৩৭)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুনে খালেদুরের শরীরের ১২ শতাংশ, এ কে এম মাকফারুলের ১২ শতাংশ ও এসআই কামরুলের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। 

তিনি বলেন, মাকফুরুলকে এইচডিইউ হাই ডিফেন্সসি ইউনিটে নেওয়া হয়েছে। খালেদুর রহমান এবং এসআই কামরুলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ারকর্মীর লাশ উদ্ধার

ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে পুড়ে অঙ্গার মোমিনুল

আগুনের লাইভ করছিল, বিস্ফোরণে উড়ে গেল তরুণ

আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ!

দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব

সীতাকুণ্ডে আগুন: উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা

সীতাকুণ্ডে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

সীতাকুণ্ডে ফেসবুকে লাইভ করা অলিউর মৌলভীবাজারের ছেলে 

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়