ফায়ার সার্ভিস সদর দপ্তরে উত্তেজিত জনতার হামলা
বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট
রাজধানীর বঙ্গবাজারে মার্কেটে আগুনের ঘটনায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, ফায়ার ফাইটার আতিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন। এছাড়া বঙ্গবাজার দোকান মালিক শাহীন ও নিলয় নামে দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এরই মাঝে কিছু উত্তেজিত জনতা কোন কিছু বুঝে ওঠার আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের অফিসে হামলা করে। এতে অফিসের জানালার কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/মাকসুদ/সাইফ/
- ২ বছর আগে দুর্ঘটনা নাকি নাশকতা, অনুসন্ধানে গোয়েন্দারা
- ২ বছর আগে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করছে জেলা প্রশাসন
- ২ বছর আগে পোড়া ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের
- ২ বছর আগে ‘৩-৪ দিনের মধ্যে তালিকা করে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে’
- ২ বছর আগে বঙ্গবাজারে পুড়ে যাওয়া জামা কিনলেন মিম ও রাফসান
- ২ বছর আগে আমরা সাধ্যমতো ব্যবসায়ীদের সহযোগিতা করবো: মির্জা আব্বাস
- ২ বছর আগে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী অনুদান দেবেন: তাপস
- ২ বছর আগে আগুনে ছাই হলো হাজারো স্বপ্ন
- ২ বছর আগে বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন
- ২ বছর আগে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ: পররাষ্ট্রমন্ত্রী
- ২ বছর আগে বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনছে বিদ্যানন্দ
- ২ বছর আগে ৯৯৯ সেবা পুনরায় চালু
- ২ বছর আগে ‘যারা মার্কেট সরাতে চেয়েছিল, তারাই আগুন লাগিয়েছে’
- ২ বছর আগে ‘পাঁচটি ওয়াটার ক্যানন ও ২ হাজার পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে’
- ২ বছর আগে বঙ্গবাজারের আগুনে নিঃস্ব ব্যবসায়ীরা