ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ে টাইগারদের মেয়র আতিকের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৭ অক্টোবর ২০২৩  
বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ে টাইগারদের মেয়র আতিকের অভিনন্দন

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

শনিবার (৭ অক্টোবর) বিকালে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এই শুভেচ্ছা জানান।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ সূচনা টাইগারদের জন্য দারুণ অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, উৎসাহ ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।’

এ সময় অভিনন্দন বার্তায় চলমান বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।  

মেয়া//

সর্বশেষ

পাঠকপ্রিয়