খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে নামতে গিয়ে নারীর মৃত্যু
রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আগুনের আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, নিহত ওই নারী ভবনের অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢাকা/মাকসুদ/এনএইচ