ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের দিনে সাধারণ ছুটি ঘোষণা চেয়ে ইসি’র চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৩  
ভোটের দিনে সাধারণ ছুটি ঘোষণা চেয়ে ইসি’র চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিনে সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) ইসি’র উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

এ অবস্থায় ভোট গ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি/র‌্যাব/কোস্ট গার্ডের মহাপরিচালক, এনআইডি’র বিভাগের মহাপরিচালক, ইসি’র অতিরিক্ত সচিব, সব বিভাগীয় কমিশনার, সব ডিআইজি, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ইসি’র সব যুগ্ম সচিব এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে এ চিঠি দিয়েছে ইসি।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়