ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেইলি রোডে আগুন লাগা ভবনের ম্যানেজার আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২ মার্চ ২০২৪  
বেইলি রোডে আগুন লাগা ভবনের ম্যানেজার আটক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের ঘটনায় ওই ভবনের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন:

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন, কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, শুক্রবার ভবনটির নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুই মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

মাকসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়