ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীনতা দিবস

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের রাজা

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ মার্চ ২০২৪   আপডেট: ১১:২০, ২৬ মার্চ ২০২৪
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের রাজা

বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর পাঁচটা ৫৬ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।  পরে কিছু সময় নীরবতা পালন করেন।  এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

আরো পড়ুন:

শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে সই করেন ভুটানের রাজা। রাজার সঙ্গে উপস্থিত ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।  

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বাহিনী ও সংস্থাগুলো, বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

/সাব্বির/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়