ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

শিশু হাসপাতাল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৩৬, ১৯ এপ্রিল ২০২৪
শিশু হাসপাতাল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঢাকা শিশু হাসপাতালের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এখন পর্যন্ত ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, শিশু হাসপাতালের কার্ডিওলজি বিভাগে আগুন লেগেছে। পরে আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে রোগীদের স্বজনরা ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদ গন্তব্যে সরাচ্ছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে র‍্যাব, পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরই কার্ডিয়াক আইসিইউ থেকে ৭ জন শিশু রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।

/মাকসুদ/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়