ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনে পায়ের আঙুল কাটা পড়লো আনু মুহাম্মদের

প্রকাশিত: ১২:২০, ২১ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:৫৭, ২১ এপ্রিল ২০২৪
ট্রেনে পায়ের আঙুল কাটা পড়লো আনু মুহাম্মদের

অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: ফেসবুক

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।

রোববার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

আরো পড়ুন:

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুল বলেন, আহত আনু মুহাম্মদের পায়ের চিকিৎসা চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা একজন শিক্ষার্থী মাহাতাব বলেন, স্যার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সে সময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়।

পড়ুন: মালিবাগ রেলগেটে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়