ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

অটোরিকশা বন্ধ করার অনুরোধ মেয়র আতিকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ মে ২০২৪   আপডেট: ১৪:৫৫, ১৫ মে ২০২৪
অটোরিকশা বন্ধ করার অনুরোধ মেয়র আতিকের

ফাইল ছবি

রাজধানী ঢাকায় চলাচলকারী সব অটোরিকশা (ইজিবাইক) বন্ধ করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৭ এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই অনুরোধ জানান মেয়র আতিকুল ইসলাম।

বৈঠকে ঢাকা শহরের সব জায়গায় ইজিবাইকের দৌরাত্ম্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে মেয়র আতিক ঢাকার রাস্তা থেকে ইজিবাইক তুলে নিতে দ্রুত একটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০ বছরের পুরোনো বাস কীভাবে সড়কে চলাচল করে। সড়কে শৃঙ্খলা না ফিরলে কখনোই দুর্ঘটনা কমবে না বলেও জানান সেতুমন্ত্রী।

আরও পড়ুন: ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকরের নির্দেশ

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়