ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাসড়ক থেকে পশুর হাট সরাতে কাজ করছে বিআরটিএ

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৩ জুন ২০২৪  
মহাসড়ক থেকে পশুর হাট সরাতে কাজ করছে বিআরটিএ

মহাসড়কে যাতে পশুর হাট উঠে না আসে সেজন্য কাজ করছে বিআরটিএ'র ভ্রাম্যমাণ টিম।

বৃহস্পতিবার (১৩ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

নূর মোহাম্মদ বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর প্রতিটি বাস টার্মিনালে কন্ট্রোল রুম ও অভিযোগ বাক্স রাখা হয়েছে। এ ছাড়া যাতে ফিটনেস বিহীন কোনো গাড়ি জনবহুল মহাসড়কে উঠতে না পারে সে বিষয়েও নজরদারি রাখবে তারা।

এ সময় তিনি জানান, ঈদ যাত্রায় যারা মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওয়ানা হবেন তাদের হেলমেট নিশ্চিত করা ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সাথে এক যোগে কাজ করবে তারা।

হাসান//

সর্বশেষ

পাঠকপ্রিয়