ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রলীগ নেতার রুমে লুটপাট চালালো আন্দোলনকারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ০১:১৬, ১৬ জুলাই ২০২৪
ছাত্রলীগ নেতার রুমে লুটপাট চালালো আন্দোলনকারীরা

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর এক ছাত্রলীগ নেতার রুমে লুটপাট চালিয়ে তার সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে কোটা আন্দোলনকারীরা। ভুক্তভোগী জাহিদুল ইসলাম (জাহিদ) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি। 

সোমবার রাতে শহীদুল্লাহ হলে এ ঘটনা ঘটে। এ সময় তার রুম ভাঙচুর করে আন্দোলনকারীরা।

জাহিদ বলেন, ‘আমি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলাম, এটা কি আমার অপরাধ? আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলি এটা কি আমার অপরাধ? যারা তথাকথিত কোটা আন্দোলনের নাম করে ‘ঘোলা জলে মাছ শিকার করতে চান’ তাদের বিরুদ্ধে আমি কথা বলেছি এটা কি আমার অপরাধ?’ 

তিনি বলেন, ‘এই যে কোটা আন্দোলনকারীরা; আমি কি কখনো আপনাদের ক্ষতি করেছি যে, নারকীয়ভাবে আমার রুমটা ভেঙে চুরমার করলেন? আমার সার্টিফিকেট এবং বিছানাপত্র সব পুড়িয়ে ফেললেন। কি অন্যায় করেছি আমি যে, আন্দোলনকারীরা আমার এতো বড় সর্বনাশ করলেন?’

রেজা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়