ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

ডেমরায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ১৪:০৮, ৮ নভেম্বর ২০২৪  
ডেমরায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক পথচারী মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ব্যক্তির মেয়ে নিপা জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি অটোরিকশা তার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ইউসুফ হাওলাদার পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাদের হাওলাদারের সন্তান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়