ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারওয়ান বাজারে অবরোধ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪
কারওয়ান বাজারে অবরোধ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন রেলের অস্থায়ী শ্রমিকরা

বকেয়া বেতন ও চাকরি নিয়মিত করার দাবিতে ঢাকার কারওয়ান বাজারে এফডিসি রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা। বেতন না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা রয়েছেন। 

আন্দোলনে অংশ নেওয়া শাহীন নামে এক ওয়েম্যান বলেন, “পাঁচ মাসের বেতন পাবো। আমরা অল্প টাকা বেতন পাই। প্রতি সপ্তাহে বেতন দেওয়ার কথা বলা হলেও পাঁচ মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। কীভাবে আমাদের সংসার চলবে। বেতন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, “আমরা বিষয়টি জেনেছি। বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় তাদের বেতন বকেয়া পড়েছে। তবে নতুন করে আমরা বরাদ্দ পেয়েছি। দু’এক দিনের মধ্যে বেতন হয়ে যাবে। গেটকিপার ও ওয়েম্যানদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করব। আশা করি, খুব দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে পারব৷”

জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান পাননি রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা ৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নেন তারা ৷

এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়