ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্বল বৈদ্যুতিক সংযোগের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৪
দুর্বল বৈদ্যুতিক সংযোগের কারণে সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডে কারো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কমিটির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্বল বৈদ্যুতিক সংযোগের কারণে সচিবালয়ে আগুন লেগেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে তিন জায়গার নমুনা সংগ্রহ করা হয়। এতে বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

গত ২৫ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে আট সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার  সময়সীমা শেষ হয় সোমবার। পরে প্রতিবেদন জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়।

অগ্নিকাণ্ডে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে যায়।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়